দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম | online Mock Test - 2


৩২ .ধর্মরাজ কে ? 
     ক . কৃষ্ণ 
    খ . যুধিষ্ঠির 
   গ . শিব 

উ . খ 

৩৩ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 
      ক . খোয়াব নামা 
     খ . বনলতা সেন 
     গ . ফনিমনসা 

উ . গ

৩৪ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি সন্তান সংঘের পূজার অনুষ্টানে কবি পাঠ করেছিলেন । কোন পূজা ছিল ? 
       ক . স্বরস্বতী 
       খ . দুর্গা
       গ . মনসা 

উ . ক

৩৫ . মার কত দিন দ্বীপান্তর ? দ্বীপান্তর বলতে কোন দ্বীপকে বোঝানো হয়েছে ? 
       ক . লক্ষাদ্বীপ 
       গ . সিংহল 
        ঘ . আন্দামান 

উ .ঘ 

৩৬ .পুণ্যবেদির শূন্যে ধ্বনিল ক্রন্দন ---------
       ক . দুই শত বছর 
       খ .  দেড় শত বছর 
       গ . আড়াই শত বছর 

উ . খ 

৩৭ . সপ্তসিন্ধু শব্দ বলতে কি বোঝানো হয়েছে ? 
    ক . সাত নদী 
    খ . সাত সমুদ্র 
    গ . সতেরো সমুদ্র 

উ . ক

৩৮ . কবির স্বদেশ ভারত কতদিন ধরে ক্রন্দন করছেন বলে কবি আক্ষেপ করেছেন ? 
      ক . দুই শত বছর 
      খ . দেড় শত বছর 
      গ . আড়াই শত বছর 

উ . খ 

৩৯ . আন্দামানের দূরত্ব বোঝাতে কবি কোন উপমা ব্যবহার করেছেন ? 
        ক . সপ্তসিন্ধু তের নদী পার 
        খ . হাজার লক্ষ কিমি 
        গ . লক্ষ আলোকবর্ষ 

উ  . ক

৪০ . মুক্ত কি আজ বন্দিনী বাণী ? 
           ধ্বংস হল কি ------------- ? 
   ক . শয়তান
   খ . যজ্ঞপুর
   গ . রক্ষপুর

উ . গ

৪১ . যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে । সান্ত্রী বসানোর উদ্দেশ্য কি ? 
      ক . বীণার তার কাটা 
      খ . মানুষকে অত্যাচার করা 
      গ . দেশবিরোধী কাজ করা 

উ . ক

৪২ . কবির মতে মায়ের দ্বীপান্তর হয়েছে কোথায় ? 
     ক . সিংহল 
     খ . বারমুডা 
      গ . আন্দামান 

উ . গ

৪৩ . কবিতাটিতে কোন দেবীর প্রসঙ্গ রয়েছে ? 
         ক . স্বরস্বতী 
         খ . দুর্গা 
          গ . অন্নপূর্ণা 

উ . ক

৪৪ . ভারতমাতা বলতে কবি কি বুঝিয়েছেন ? 
             ক . ভারতের মাটি 
             খ . শাসক 
             গ . ভারতের সন্তান সন্ততি 

উ . গ

৪৫ . রক্ষপুর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ? 
       ক . রক্ষপুর (রাক্ষসপুর ) ইংরেজ                            শাসনাধীন ভারত 
     খ . মধ্যযুগের ভারতবর্ষ
     গ . প্রাচীন যুগের ভারতবর্ষ 

উ . ক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।