মহুয়ার দেশ online mock test - সমর সেন

               

সঠিক বিকল্পটি বেছে নাও : প্রতিটা প্রশ্নের মান ১.

১. মহুয়ার দেশ কবিতাটি কার লেখা ?
          ক . জসিমউদ্দিন
          খ . কাজী নজরুল ইসলাম 
          গ .সমর সেন 

উ . গ 

২. সমর সেন কোন প্রখ্যাত লেখকের পৌত্র ছিলেন ?
            ক . দীনেশচন্দ্র সেন 
            খ . সুকুমার সেন 
            গ . সুনীতিকুমার চট্রোপাধ্যায় 

উ . ক 

৩. সমর সেনের জন্ম সালে ?
          ক .১৯৪০.
          খ .১৯১৬.
          গ .১৯২০

উ . খ 

৪. সমর সেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ?
           ক . গ্রহণ 
           খ . কয়েকটি কবিতা 
          গ . তিনপুরুষ 

উ . খ 

৫. মহুয়ার দেশ কবিতাটি কবির কত বছর বয়সে লেখা ?
          ক .২৪.
          খ . ২৫.
          গ . ২১.

উ . গ 

৬. মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ ছিল ?
          ক . কয়েকটি কবিতা 
          খ . ধানক্ষেত 
          গ . ধূসর জীবন 

উ . ক 

৭. মহুয়ার দেশ কবিতাটি কত সালে লেখা হয়েছিল ?
        ক . ১৯৩৭.
        খ . ১৯৪০
        গ . ১৯৪৪

উ . ক 

৮ . সমর সেন কত সালে মারা যান ? 
       ক . ১৯৮৭ 
       খ . ১৯৩৮
       গ . ১৯৩৪

উ . ক

৯ . মহুয়ার দেশের বিষয়বস্ত্ত কি ? 
       ক . নগরের যান্ত্রিকতা , পাশপাশি প্রকৃতির                মমতা 
      খ . যান্ত্রিক সভ্যতা 
       গ . বিবেকহীন মানুষের কথা 

উ . ক

১০ . মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে , পরের অংশটুকু লেখ ? 
      ক . অলস সূর্য দেয় এঁকে 
      খ . নামুক মহুয়ার গন্ধ 
      গ . দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 

উ . ক

১১ . অলস সূর্য এঁকে দেয় কে ? 
          ক . প্রকৃতি 
          খ . গলিত সোনার মতো উজ্জ্বল আলোর                     স্তম্ভ 
          গ . নিবিড় অন্ধকার

উ . খ 

১২ . কোথায় আগুন লাগার কথা কবি উল্লেখ করেছেন ? 
        ক . জলের অন্ধকারে ধূসর ফেনায়
        খ . রাতে 
        গ . সন্ধ্যায় 

উ . ক

১৩ .'  শীতের দুঃস্বপ্নের রাতের মতো ' , কি ভেসে আসে ? 
          ক . কালো মেঘ 
          খ . ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস 
          গ . সূর্য 

উ . খ 

১৪ . মহুয়ার দেশ কোথায় আছে , দূরে না কাছে ? 
     ক . দূরে 
     খ . কাছে 
     গ . অনেক অনেক দূরে 

উ . গ

১৫  . কোথায় সারাক্ষণ পথের দু ধারে ছায়া ফেলে ? 
      ক . নগরে 
      খ . গ্রামে 
      গ . মহুয়ার দেশে

উ . গ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।