এস.এস .সি গাইড : সুয়েজ খালে হাঙ্গর শিকার



সঠিক বিকল্পটি নির্বাচন করো । প্রতিটি প্রশ্নের মান : ১ 

 ১ . সুয়েজ খালে : হাঙর শিকার প্রবন্ধটি কার লেখা ? 
          ক . রামমোহন রায় 
          খ . স্বামী বিবেকানন্দ 
          গ . রামকৃষ্ণদেব

উ . খ 

২ . স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহন করেন ? 
               ক . ১৮৬৩
               খ . ১৮৯০
               গ . ১৮৬০

উ . ক

৩ . কলকাতার কোন স্থানে স্বামী বিবেকানন্দের জন্ম হয় ? 
       ক . বর্ধমানের রায় পরিবারে 
       খ . সিমলাপল্লীর দত্ত পরিবারে 
       গ . কলকাতার সেন পরিবারে 

উ . খ 

৪ . বিবেকানন্দের বাবার নাম কি ছিল ? 
    ক . বিশ্বনাথ দত্ত 
    খ . শম্ভুনাথ দত্ত 
   গ . ফনীন্দ্র দত্ত 

উ . ক

৫ .বিবেকানন্দের আসল নাম কি ছিল ? 
   ক . নরেন্দ্রনাথ 
  খ . ফনীন্দ্রনাথ 
 গ . রথীন্দ্রনাথ 

উ . ক

৬ .শৈশবে বিবেকানন্দের নাম কি ছিল ? 
   ক .  আমল 
  খ . বীরেশ্বর 
  গ . শ্যামলা 

উ . খ 

৭ . বিবেকানন্দের ডাক নাম কি ছিল ? 
     ক . বীরেন 
    খ . নরেন 
    গ . বিলে 

উ . গ

৮ . বিবেকানন্দ কোন কলেজ থেকে বি . এ পাশ করেন ? 
   ক . স্কটিশ চার্চ
   খ . অমরেন্দ্রনাথ 
   গ . সুরেন্দ্রনাথ 

উ . ক

৯ . বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় ভাষণ দেন কত সালে ? 
   ক . ১৮৯২ 
   খ . ১৮৯৭ 
   গ . ১৮৯৩

উ . গ

১০ . প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 
   ক .পরিব্রাজক 
   খ . মহাভারত 
   গ . বর্তমান ভারত 

উ . ক

১১ . প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ? 
   ক . প্রবাসী 
  খ . ভারতবর্ষ
  গ . উদ্বোধন 

উ . গ

১২ .প্রবন্ধটি লিখবার সময় সমুদ্রযাত্রায় বিবেকানন্দের সঙ্গী কে কে ছিলেন ? 
   ক . ভগিনী নিবেদিতা ও তুরিয়ানন্দ 
   খ . রামকৃষ্ণদেব ও ভগিনী নিবেদিতা 
   গ . রাধামাধব ও নারায়ণ দেব

উ . ক

১৩ .  মাল নামাবার কাজ ছিল কাদের ? 
    ক . মিশরীয় কুলিদের 
   খ . আমেরিকান কুলিদের 
   গ . সুয়েজি কুলিদের 

উ . গ

১৪ . ক্রেনে মাল তুলে নৌকা ফেলছিল কারা ?
      ক . যাত্রীরা 
      খ . জাহাজের ক্যপ্টেন 
      গ . জাহাজের খালাসিরা 

উ . গ

১৫ . প্রবন্ধটিতে কোন রোগের ভয়ঙ্করতার কথা বলা হয়েছে ? 
    ক . ম্যালেরিয়া 
    খ . কলেরা 
   গ . প্লেগ

উ . গ

১৬ . সুয়েজ খালের কয়দিকে ডাঙা ছিল ? 
    ক . ৩ 
   খ .  ৪
   গ .৬ 
উ . ক

১৭ . জাহাজের পিছনে রেলিং ধরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল কেন ? 
    ক . সমুদ্র দেখছিল 
   খ . তিমি মাছ দেখছিল 
   গ . হাঙর দেখছিল 

উ . গ

১৮ .কোন মাছ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ? 
    ক . ইলিশ 
    খ . তিমি 
   গ . বনিটো 

উ . গ

১৯ .কোন মাছ মালদ্বীপ থেকে শুঁটকি মাছ হিসাবে বিদেশে রপ্তানি করা হয় ? 
    ক . বেনিটো 
    খ . কাতলা 
    গ . চিতল 

উ . ক

২০ . কোন মাংসের রঙ লাল ও খুব মিষ্টি ? 
      ক . চিতল 
     খ . বনিটো 
    গ . হাঙর 

উ . ক

২১ .বনিটো কত সময় ধরে ছুটোছুটি করেছিল ? 
    ক . প্রায় ঘন্টাখানেক 
    খ . আধা ঘন্টা 
    গ . পনেরো মিনিট 

উ . ক

২২ . দূরে পাঁচ সাত ইঞ্চি জলের নিচে প্রকাণ্ড একটা মাছ দেখেছিলেন যাত্রীরা । মাছটির নাম কি ? 
   ক . পাইলট ফিস 
   খ . আরকাটি
   গ . হাঙর 

উ . গ

২৩ . হাঙর মাছকে পথ দেখিয়ে নিয়ে যায় কোন মাছ ? 
   ক .আরকাঠি - পাইলট ফিস 
   খ . চিতল 
   গ . ছোট ইলিশ 

উ . ক

২৪ . হাঙরের পিছনে ও সামনে ঘোরা মাছগুলোর নাম কি ? 
   ক . চোষক
   খ . আরকাঠি 
   গ . বনিটো 

উ . ক

২৫ . কোন মাছ সপরিষদে চলতে ভালবাসে ? 
    ক . চোষক
    খ . পাইলট ফিস 
    গ . হাঙর 

উ . গ

২৬ . হাঙরের পিঠে চড়ে যে মাছ বেড়ায় তার নাম কি ? 
    ক . চোষক
     খ . বনিটো 
     গ . ছোট চুনো মাছ 

উ . ক

২৭ .জাহাজের কোন ক্লাসের মানুষের হাঙর দেখার ঝোঁক বেশি ছিল ? 
   ক . প্রথম ক্লাসের 
   খ . সেকেন্ড ক্লাসের 
   গ . থার্ড ক্লাসের 

উ . খ 

২৮ . সেকেন্ড ক্লাসের যাত্রীদের মধ্যে কার আগ্রহ ছিল বেশি ? 
    ক . এক ফৌজির 
    খ . স্বামীজির 
    গ . সিস্টার নিবেদিতার 

উ . ক

২৯ . হাঙর শিকার করার জন্য ভীষণ বড়শি জোগাড় করেছিলেন কে ? 
   ক . একজন ডাক্তার 
   খ . একজন ফৌজি  
    গ . একজন সিপাহী

উ . খ 

৩০ .  বড়শিতে কতটা মাংস বেঁধে দেওয়া হয়েছিল ? 
   ক . সেরখানেক 
   খ . সের দুই 
   গ . সের চার 

উ . ক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।