নজরুল চর্চা কেন্দ্রের গ্রন্থ প্রকাশ অনুষ্টান সম্পূর্ণ হল মহাসাড়ম্বরে ।

                             আরিফুল ইসলাম সাহাজি 



২৯ সেপ্টম্বর বারাসাত রবীন্দ্রভবনে নজরুল চর্চা কেন্দ্রের সংকলিত গ্রন্থ ' প্রণাম ' এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্টান । গ্রন্থটি প্রকাশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপিকা ড. মুনমুন গঙ্গোপাধ্যায় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড . মঞ্জুশ্রী রায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ড . সত্যবতী গিরি মহাশয়া ।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক রবীন তরফদার , সাজাহান মন্ডল  , রথীন সরকার , কবি দূর্গা বেরা সহ অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ । সমগ্র অনুষ্টানটি সুন্দরভাবে পরিচালনা করেন বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের প্রাণ পুরুষ বিশিষ্ট অধ্যাপক ড . শেখ কামালউদ্দিন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।