করোনা আবহেই , এশিয়ার শীর্ষতম ধনীর তকমা মুকেশ আম্বানীর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
করোনা আবহেই এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেলেন মুকেশ আম্বানী । শীর্ষতম ধনীর পদমর্যদা হারালেন চীনের আলি বাবা গ্রুপের জ্যাক মা । গত কয়েক বছরে মুকেশের সম্পদ বেড়েছে ঈর্ষণীয় গতিতে । অন্যান্য শিল্পপতিদের দ্রুত গতিতে তিনি পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তিতে পরিণত হয়েছেন ।
মুকেশ আম্বানীর জিও' র অংশীদারিত্ব কিনলেন জুকারবার্গের সোশাল মিডিয়া কোম্পানি ফেসবুক । ফেসবুক জিও'র নয় দশমিক নিরানব্বই শতাংশ শেয়ার ক্রয় করলো । ফলে , আম্বানীর সম্পত্তির পরিমাণ এই মুহূর্ত দাঁড়ালো , ৩৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার । যা আলি বাবা গ্রুপের জ্যাক মা' র সম্পত্তির থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি । ফেসবুক জিও’র স্টক কেনার আগে আম্বানির সম্পদের পরিমাণ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এই তথ্য জানিয়েছে।জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ (৫৭০ কোটি) শেয়ার কিনে নেয় ফেসবুক । কোনো কোম্পানিতে এটিই তাদের সবচেয়ে বড়বাবিনিয়োগ।
পুরো বিশ্ব এখন করোনা কবলে নিমজ্জিত । কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) ১০০ মিলিয়ন মাস্ক সরবরাহ করে আলি বাবা গ্রুপ। ফলস্বরূপ , মঙ্গলবার তার সম্পদ কমে যায় প্রায় এক বিলিয়ন ডলার। ফলে এশিয়ার শীর্ষ ধনীর জায়গাটা হয়ে যায় আম্বানির।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন