করোনা আবহেই , এশিয়ার শীর্ষতম ধনীর তকমা মুকেশ আম্বানীর


করোনা আবহেই এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেলেন মুকেশ আম্বানী । শীর্ষতম ধনীর পদমর্যদা হারালেন চীনের আলি বাবা গ্রুপের জ্যাক মা । গত কয়েক বছরে মুকেশের সম্পদ বেড়েছে ঈর্ষণীয় গতিতে । অন্যান্য শিল্পপতিদের দ্রুত গতিতে তিনি পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তিতে পরিণত হয়েছেন । 
মুকেশ আম্বানীর জিও' র অংশীদারিত্ব কিনলেন জুকারবার্গের সোশাল মিডিয়া কোম্পানি ফেসবুক । ফেসবুক জিও'র নয় দশমিক নিরানব্বই শতাংশ শেয়ার ক্রয় করলো । ফলে , আম্বানীর সম্পত্তির পরিমাণ এই মুহূর্ত দাঁড়ালো , ৩৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার । যা আলি বাবা গ্রুপের জ্যাক মা' র সম্পত্তির থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি ।   ফেসবুক জিও’র স্টক কেনার আগে আম্বানির সম্পদের পরিমাণ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এই তথ্য জানিয়েছে।জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ (৫৭০ কোটি) শেয়ার কিনে নেয় ফেসবুক ।  কোনো কোম্পানিতে এটিই তাদের সবচেয়ে বড়বাবিনিয়োগ। 
পুরো বিশ্ব এখন করোনা কবলে নিমজ্জিত ।  কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) ১০০ মিলিয়ন মাস্ক সরবরাহ করে আলি বাবা  গ্রুপ। ফলস্বরূপ ,  মঙ্গলবার তার সম্পদ কমে যায় প্রায় এক বিলিয়ন ডলার। ফলে এশিয়ার শীর্ষ ধনীর জায়গাটা হয়ে যায় আম্বানির।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test