রোজা রেখেই হিন্দু ভাইবোনদের খাওয়ার ব্যবস্থা করছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্যরা ।


পবিত্র মাহে রোমজান শুরু হয়েছে , মুসলমানরা সারাদিন রোজা রেখে সন্ধ্যা বেলা অন্ন গ্রহণ করবেন , এমন বিধান ইসলামী রীতিতে । অথচ রোমজান শুরুর আগেই আল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামের এই সংঘটনটি হাতে নিয়েছে এক মহতী প্রকল্প । প্রকল্পটির নামকরণ করা হয়েছে ক্ষুধা প্রকল্প । প্রায় কমবেশি কুড়িটি গ্রামে খুলেছে নঙ্গরখানা যেখানে প্রতিদিন দুইশত থেকে আড়াই শত মানুষকে খাওনোর ব্যবস্থা করেছেন সংঘটনটির কর্ণধার আব্দুল মাতিন । 

এদিকে মাহে রোমজান আরম্ভ হয়েছে , মুসলমানদের দিনে খাওয়া বন্ধ । তবুও , সম্প্রীতির অনন্য নজির রাখলেন মৌলানা আব্দুল মাতিন । তিনি ক্ষুধা প্রকল্প বন্ধ করলেন না , রোমজান মাসে দিনের বেলায় হিন্দু ভাই মা বোনদের খাওয়ার ব্যবস্থা জারি রাখলেন । নয়ন জুড়িয়ে যাওয়ার মত ঘটনা । রোজা রেখেই হিন্দু ভাইবোনদের তদারকি করে খাওয়াচ্ছে মুসলিম রোজাদার ভাইরা । দিল্লির দাঙ্গার পর যখন কপিল শর্মারা শুধুমাত্র হিন্দুদের ত্রাণের ব্যবস্থা করে , সেখানে রোমজান মাসে নিজেদের অর্থে হিন্দু সম্প্রদায়ের মানুষদের খাওয়ার ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করলো মৌলানা মাতিনের সংঘটন আল ইন্ডিয়া সুন্নাতুল জামাত । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।