নজরুল চর্চা কেন্দ্রের উদ্দোগে আয়োজিত হচ্ছে অনলাইন রবীন্দ্রউৎসব । জানুন বিস্তারিত ।


বারাসাত নজরুল চর্চা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার এক বিশেষ সাংস্কৃতিক সংগঠন । সারা বৎসর ব্যাপি তাঁরা বিভিন্ন আস্বাদমূলক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে থাকেন । মূলত নজরুল তাঁদের চিন্তার ভরকেন্দ্রে থাকলেও অন্যান্য মনীষীদের নিয়েও তাঁদের বিস্তর আগ্রহ । নজরুল চর্চা কেন্দ্রের পুরোধা পুরুষ অধ্যাপক ড . শেখ কামালউদ্দিন এবং তাঁর সহযোদ্ধাদের উদ্দোগে ২৫ বৈশাখ মনীষী ঋষি রবীন্দ্রনাথের জন্মক্ষণ পালন উপলক্ষে এক অনলাইন রবীন্দ্রউৎসবের আয়োজন করা হয়েছে । 

কিভাবে যোগ দেবেন , নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল । 

রবীন্দ্র সঙ্গীত , রবীন্দ্র আবৃত্তি , রবীন্দ্র নৃত্য থাকছে । কোন নিবন্ধন ফ্রি থাকছে না । যিনি অংশগ্রহণ করবেন তিনি সযত্নে ভিডিও ধারণ করে প্রেরণ করবেন এই নম্বরে ।  +91 92314 88669 
এবং তার সঙ্গে অবশ্যই লিখবেন , 
আপনার নাম 
ঠিকানা 
জন্ম তারিখ 
এবং ফোন নম্বর 
  1. লেখা পাঠানো যাবে তারিখ 29 এপ্রিল, 2020 বুধবার রাত পর্যন্ত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।