বারাসাত নজরুল চর্চা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার এক বিশেষ সাংস্কৃতিক সংগঠন । সারা বৎসর ব্যাপি তাঁরা বিভিন্ন আস্বাদমূলক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে থাকেন । মূলত নজরুল তাঁদের চিন্তার ভরকেন্দ্রে থাকলেও অন্যান্য মনীষীদের নিয়েও তাঁদের বিস্তর আগ্রহ । নজরুল চর্চা কেন্দ্রের পুরোধা পুরুষ অধ্যাপক ড . শেখ কামালউদ্দিন এবং তাঁর সহযোদ্ধাদের উদ্দোগে ২৫ বৈশাখ মনীষী ঋষি রবীন্দ্রনাথের জন্মক্ষণ পালন উপলক্ষে এক অনলাইন রবীন্দ্রউৎসবের আয়োজন করা হয়েছে ।
কিভাবে যোগ দেবেন , নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল ।
রবীন্দ্র সঙ্গীত , রবীন্দ্র আবৃত্তি , রবীন্দ্র নৃত্য থাকছে । কোন নিবন্ধন ফ্রি থাকছে না । যিনি অংশগ্রহণ করবেন তিনি সযত্নে ভিডিও ধারণ করে প্রেরণ করবেন এই নম্বরে । +91 92314 88669
এবং তার সঙ্গে অবশ্যই লিখবেন ,
আপনার নাম
ঠিকানা
জন্ম তারিখ
এবং ফোন নম্বর
- লেখা পাঠানো যাবে তারিখ 29 এপ্রিল, 2020 বুধবার রাত পর্যন্ত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন