মানুষের ভিতরের পশুত্বকে কিছুটা হলেও দমিয়ে দিতে পেরেছে ' কোভিড , ১৯ ' । আলোকপাতে আরিফুল ইসলাম সাহাজি ।




' কোভিড , ১৯ ' , করোনা ভাইরাসের মরণ থাবা পুরো পৃথিবীকেই দাঁড় করিয়ে দিয়েছে অস্তিত্ব সংকটের ভয়ঙ্কর চৌকাঠের সমীপে । বিশ্বময় গণ মানবের জীবনের গল্প সমূহ হঠাৎ করেই ' ঘেঁটে ঘ ' সদৃশ আকার নিয়েছে । মৃত্যুমুখী একটা মিছিল চীন - ইউরোপ হয়ে আমাদের শরীর ঘেঁষে এসে দাঁড়িয়েছে । রাক্ষুসী করোনা যমদূতকে সাথে নিয়েই ঘুরছে অলিগলি রাজপথ । এই মুহূর্ত ভয়ঙ্কর সতর্ক থাকবার সময় । সমান্যতম অসতর্কতা আমাদেরকেও করে 
 তুলতে পারে মৃত্যুমিছিলের গণ অংশ । নিঃসন্দেহ ভাবে , এ এক মহা বিপদঘন্টা , তবুও নিবিড়ভাবে ভাবলে , অর্থাৎ একটু অন্যভাবে যদি ভাবা যায় , তাহলে লক্ষ্যগোচর হবে কয়েকটি বিষয় । প্রথমত , গণমানবের মধ্যকার যে পশুত্ব , অর্থাৎ বিদ্বেষ , একটি ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি অমানুষিক আক্রোশ , ধর্মীয় স্লোগান সহযোগে গণহত্যা , এন .আর .সি , এন .পি .আর আতঙ্ক , ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঙ্কারের গতিময়তাকে জোর ধাক্কা দিতে পেরেছে করোনার ভয় , আতঙ্ক । মন্দির মসজিদ রাজনীতি এই কয়টা দিন মুখ থুবড়ে পড়েছে ডাস্টবিনে । 

করোনা আতঙ্ক ' কোভিড ১৯ ' গণ মানবের লুপ্তপ্রায় মানবিক অনুভূতিগুলো কিছুটা হলেও ফিরিয়ে দিতে পেরেছে । পাড়ার মোড়ে , বিক্রি হওয়া টেলিভিশন চ্যানেলে ' হিন্দু মুসলমান ' এর চর্বিত চর্বন শোনা যাচ্ছে না এখন , বিষয়খানি করোনার আতঙ্কের ভিতরেও বেশ অদ্ভুত লাগছে । আসলে বিষয়খানি আমরা হৃদয়জাত করে নিয়েছি কীনা ! একটা অদ্ভূত ভয়ে সকলেই কাতর । মৃত্যুভয় মহাভয় , কেননা জীবনের থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই । তাই অন্যের পিছনে লাগার মত সময় এখন অনেকেরই নেই । 

পাঠকের মনে হতে পারে করোনা ' কোভিড ১৯ ' প্রকৃতির প্রতিশোধ । বিষয়টির উপস্থাপন অমূলক ভাবে করলাম এমন ভাবলে ভুল হবে , একেবারেই গ্রামীণ সংস্কৃতির গভীরে আমার শিকড় গ্রোথিত । অনেক গণমানবকেই বলতে শুনেছি , মানুষের মধ্যে পশুত্বের পরিমাণ বেড়ে গেলে অর্থাৎ ভিতরজাত হায়েনার কাছে মমত্ব , মানবিক গুণাবলীর সামাহার  পরাভব স্বীকার করলেই আল্লাহ - ঈশ্বর - ভগবান যেই বলুন , পৃথিবী সৃস্টির মূলে যিনি ,  তিনি একটু নাড়া দেন ধরিত্রীকে । একটু জব্দ করেন মানুষের ভিতরের পশুত্বকে । তাঁরা দৃষ্টান্ত স্বরূপ একশত বছর পর পর আসা মহামারির প্রকোপজাত পরিসংখ্যানকে উপস্থাপনা দেন । প্রকৃতির অভিশাপ , না ঈশ্বরের প্রতিশোধ সে প্রসঙ্গে আগুয়ান হওয়া সমীচীন মনে করছি না , তবে করোনার থাবা হঠাৎ করেই চারপায়ী মানুষদের অপ্রাসঙ্গিক করে দিতে পেরেছে । 

একটু কষ্টে করে হলেও করোনা পূর্ববর্তী সময় প্রসঙ্গ স্মরণ করবার চেষ্টা করুন পাঠক । বৈচিত্র ঘটনার মালা , দিল্লি গণহত্যা , ধর্মীয় স্লোগান সহযোগে গণহত্যা , বেনাগরিক করে দেওয়ার অতিঅমানবিক হুঙ্কার । করোনা আতঙ্কের মত এমন মহা মৃত্যুভয় না থাকলেও , তখনও মানুষ ভালো ছিলেন না । আইসোলেশন , হোম কোয়ান্টাম না থাকলেও ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্ক কিন্তু ছিলই । কে নাগরিক এবং কে নন , এই মহাভাবনায় দুলছিল পুরো দেশবাসি । করোনার সঙ্গে লড়াইটা কিন্তু একমুখী , অর্থাৎ বলিষ্ঠ সংগ্রাম , একটা সামগ্রিকতা রয়েছে এই লড়াইয়ের মধ্যে । বিষয়টি একটু ঋজুভাবে উপস্থাপন করি , তাহলে পাঠকের সহজে হৃদয়ঙ্গম হবে । 'কোভিড ১৯ ' এর সাথে যে লড়াই সেটি জাতি ধর্ম সব্বার লড়াই কিন্তু নাগরিকত্ব প্রমাণের যে লড়াই সেটি বহুমুখী , অর্থাৎ একপক্ষে উল্লাস , অন্যপক্ষে হাহাকার লক্ষ্যগোচর হয়েছে । এই সন্ধিক্ষণে বলা যায় করোনার অর্থাৎ ' কোভিড ১৯ ' লড়াইটা কিছুটা সহজ , তুলনায় নাগরিক বেনাগরিক প্রসঙ্গ । চিরন্তন এবং শাশ্বতভাবে সমষ্টিগত  সবধরনের সংগ্রামেই সফলতা এসেছে , সে ইংরেজ পরাশক্তি হোক , কিম্বা শক হুন ,  সকল শক্তির বিরুদ্ধেই  । এই জীবানু মরণশক্তি বিরুদ্ধেও আমাদের সমষ্টিগত সংগ্রাম সাফল্যমন্ডিত হবে আশা করা যায় । 

করোনার মহাভয় একদিন নিশ্চয় থামবে , পৃথিবী আবার শান্ত হবে । সঙ্গীত শিল্পী নাচিকেতার মতই বলি , ' করোনা শাহাজাদি , যাও তুমি চলে যাও , তবে তোমার ভয়টা রেখে যাও ' । অমানুষ পৃথিবীর অলিগলিতে এই ভয়টা থাকুক অমলিন ভাবে । মানুষের প্রতি মানুষের আচরণ হোক পবিত্র অনুভবজাত । ভিতরে জমে থাকা পশুত্ব চিলকালীন ভাবে লুপ্ত পায় , যেন ঈশ্বর । ধ্বংশ রাজনীতির  পরিআবহ মুক্ত হোক মানুষের পৃথিবী । সুস্থ ভাবনার কুঁড়ি ফুল হয়ে উঠুক , ' রক্ত রক্ত ' দেখে বড্ড ক্লান্ত মনে হয় ঈশ্বর । আর্ত মানুষের অসহায় চিৎকার শুনতে ভালো লাগে না আর । চারপায়ী মানবের হৃদয়েও তুমি মাদার টেরিসা সম মমত্ব দান করো । সকলে বাঁচুক নিজের মত , তোমার এই সাজানো  ভূমিতে , ' ঈশ্বর ' ॥ 

লেখক
আরিফুল ইসলাম সাহাজি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।