আজাদ অ্যাকাডেমির পক্ষে মিনাখাঁ ব্লকে ত্রাণ সামগ্রী বিতরণ ।
করোনার ভয়াবহতা রুখতে লকডাউনে মানব জীবন যখন একেবারেই রুদ্ধ নিষ্প্রাণ , ঠিক সেই অপমুহূর্ত সৃষ্টিকর্তার নির্দেশে ধেয়ে এল মারণ ঝড় আমফুন । একদিকে করোনা , তারও আগে এন .আর .সি' র রক্তচক্ষুতে এমনিতেই জনজীবন বাধা পাচ্ছিল জীবন ধরণের পদে , সেই মুহূর্তই ভয়াবহ আমফুন ছাড়িয়ে গেল সব মাত্রা । লকডাউনে কাজ হারানো মানুষগুলো এবার হারালেন মাথার ছাদ , ক্ষেতের ফসল আর আম জাম কাঁঠালের বাগান । রাজ্যের প্রায় ১০টি জেলার ক্ষতি পরিমাণ ভয়াবহ আকার নিলেও সবচেয়ে ক্ষতি হয়েছে সুন্দরবন সংলগ্ন এলাকা ।
এই এলাকা গণমানব এমনিতেই দুস্থ সম্প্রদায়ের , ফলে এই প্রকৃতিক প্রাদুর্ভাব তাঁদেরকে আরও জীবন মৃত্যুর টানাটানিতে বেঁধে দিল । এমন পরিস্থতিতে দরকার মানবিক সাহায্য । আজাদ আকাডেমির কর্ণধার শিক্ষক সমাজসেবি শাহাবুদ্দিন ফারুকএবং তাঁর বন্ধুরা এই সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করলেন । কয়েকশত মানুষকে তাঁরা তুলে দিলেন চাল ডাল সাবান সয়াবিন মুড়ি সহ অন্যান্য খাদ্যদ্রব্য । আমাদের প্রতিনিধি ফারুক সাহেবের কাছে সেখানকার পরিস্থতি সম্পর্কে জানতে চাইলে , দির্ঘশ্বাস ফেলে ফারুক সাহেব বললেন , আল্লাহ অশেষ কুদরতে আমরা ভালো আছি । মানুষগুলো ত্রাণ পাচ্ছে না , একবেলা খেলে অন্য বেলা খাবার জোটে না । মানুষগুলো মরে বেঁচে আছে । তিনি আরও জানালেন , তিনি চেষ্টা করবেন , আরও কিছু সাহায্য নিয়ে তাঁদের কাছে যাওয়ার ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন