একটা সুইসাইডিয়াল ডায়ারি । অনিরুদ্ধ আলি আকতার
বিন্দু বিন্দু নোনা জল আর গন্ধক মাখানো জমাট বাঁধা ধোঁয়ায় নেমকহারামের দেউড়িটা যখন বেশ চেনা লাগ তখনই বুঝি শরীরটা কঙ্কালের সাথে সহবাসের ইচ্ছে প্রকাশ করছে।
মাথার পিচগলা রাস্তায় কারফিউ জারি করে স্বপ্নরা যখন পতাকা তোলো,তখনই বুঝি নীলাভ বিছানায় তোমার সাথে চিল্কা ভ্রমণে যেতে আমার আপত্তি নেই।
যে আমি একহাট লোকের মাঝে মনজুয়েলার্সের গহনা খুলে নগ্ন হয়েছিলাম, দু'কলি দেশের গান গেয়ে বলেছিলাম--প্রত্যেক দেশদ্রোহীর বুকে পাথর চাপানো উচিৎ এখনই।
সেই আমি তরতাজা চোখে আর প্রজাপতি দেখি না।
দেখি--কবরের পাশে দাঁড়িয়ে থাকা ঝড়ে ভাঙা গাছ।
দেখি--পোকাধরা নিমপাতাকে শুয়ে থাকতে রাস্তার ধারে।
তবুও যখন চোখে পড়ে দুলন্ত মাধবিলতার ঝাক বা ভেসে থাকা সবুজ শ্যাওলা তখন মনে হয়, পটাশিয়াম নয় প্যারাসিটামলই দরকার আমার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন