নদীর দেশের মেয়ে - আরিফুল ইসলাম সাহাজি
ছবি alamy stock photo সৌজন্য লদীর দেইস্যের মাইয়া ... আমি যদি হয় মাঝি , তুই উঠবি মোর নায়ে ! ভয় লাইকো তোর ডুববি লাকো লদের জলে পড়ে । লদীর দেইস্যের মাইয়া .... আয় চলে আয় তাড়াতাড়ি জলঙ্গি লদের তীরে , মাঝি তোর বইস্যা আছে বৈঠা ফেলে জলে । লদীর দেইস্যের মাইয়া .... মাঝি আমি লইকো মন্দ ,ডর লাইকো কোন , তরে লয়ে যাবে মাঝি অচিন কোন দেইস্যে । লদীর দেইস্যের মাইয়া .... একবারটি আয় চলে মাঝি তোর বইস্যা আছে জলঙ্গি লদের কূলে ।