পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নদীর দেশের মেয়ে - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ছবি alamy stock photo সৌজন্য  লদীর দেইস্যের মাইয়া ... আমি যদি হয় মাঝি , তুই উঠবি মোর নায়ে ! ভয় লাইকো তোর ডুববি লাকো লদের জলে পড়ে । লদীর দেইস্যের মাইয়া .... আয় চলে আয় তাড়াতাড়ি জলঙ্গি লদের তীরে , মাঝি তোর বইস্যা আছে বৈঠা ফেলে জলে । লদীর দেইস্যের মাইয়া .... মাঝি আমি লইকো মন্দ ,ডর লাইকো কোন , তরে লয়ে যাবে মাঝি অচিন কোন দেইস্যে । লদীর দেইস্যের মাইয়া .... একবারটি আয় চলে মাঝি তোর বইস্যা আছে জলঙ্গি লদের কূলে ।

কুকুর বৃত্তান্ত - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বরাবর আমি অসম্ভব শান্ত , গায়ে মাখি না সব : কথাও খুব কম বলি । বেশ কিছুদিন দেখছি হঠাৎ হঠাৎ খুব রেগে যাচ্ছি , নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না । গত কয়েকদিন আগে একটা কুকুর , সম্প্রতি হন্যে হয়েছে : দৌড়ে আমাকে কামড়াতে এল ,আমিও  ছুটে গেলাম খেঁটে লাঠি নিয়ে ....কুকুর পিঠিয়ে মারব বলে । রাগ ঠান্ডা হলে বুঝলাম ,কুকুর ও তো কামড়াতে আসবেই ,আমি কেন কুকুর পেটাতে গেলাম ! এখন ঠিক করেছি ,কুকুর কামড়াতে এলে আর ছুটে যাব না , দুর থেকে ওর বিচিতে পাথর ছুঁড়ে মারব ,আর ও ঘেউ ঘেউ করবে .............. কি মজা !

শিরদাঁড়ায় ক্ষত - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
   যন্তণা পীড়া দেয়   কোমরে ,পিঠে ,বুকেএমনকি   জরায়ুতেও ছেদ ....                  পা থেকে মাথা                   পুরোটায় ক্ষত ! ঈশ্বর আজ নিরপেক্ষ নয় বোধহয় ???               উত্তরে বিষাক্ত বায়ু               শ্বাস নিতে কষ্ট হয় ! অসহ যন্তণা  বুকে পিঠে কোমরে  শিরদাঁড়ায়         ?         ?         ? উঠতে পারিনা আজকাল হোঁচট খাই  প্রায় !

মুক্তি - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
গলাজলে দাঁড়িয়ে তীর থেকে কিছু দুরে জল উঠছে ডুবছি ডুবছি আমি ..... অশক্ত শরীর ভিটামিন খায়নি বহুদিন দুর্বল দুর্বল অশক্ত আমি ..... জল কমেনি একটু ও মরণ মরণ মরণের কাছাকাছি আমি ...  সাঁতার জানি না ডুবছি ডুবছি ডুবছি আমি ..... আহা কি আনন্দ মুক্ত আজ মুক্ত মুক্ত আমি .......