পোস্টগুলি

ওরে মন তুই কথা শোন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুই ,বড় অবুঝ ,অবাধ্য কে বলেছিল তোকে অনুভূতির শিখরে উঠতে ,কে তোকে বলেছিল আটলান্টার জমা বরফের টুকরে ভিজিয়ে দিতে ,বল কে তোকে বলেছিল এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গোলাপ চারা লাগাতে....... কেউ বলেনি ,তবু কেন তুই বারবার গিরি শৃঙ্গ তরঙ্গ ভেদ করে ছুটে যেতে চাস তার কাছে ! তুই বোকা ,অবুঝ ,বুঝতে চাস না , অনুভূতির শিখরে উঠে হৃদতবলা বাজানো সহজ না !তুই কেন বুঝিস না আটলান্টার মরু ঝড় তোকে তছনছ করে দেবে..... তুই জানিস পাথরে গোলাপ ফোটেনা , তাহলে কেন তুই পর্বতরোহীর মত ছুটে যেতে চাস ! তিরস্কার ,বৃথা ,আজও তুই পথ চেয়ে স্মৃতিগুলো আকঁড়ে ধরে আছিস , ভাবনার অন্তঃপুরে আর কতদিন লালন করবি...... এবার ভুলে যা ,ওরে মন কথা শোন , হৃদঅরণ্যে অহেতুক দাবানলের কি প্রয়োজন ! শুনবি না কথা ,দুর হ ছেড়ে দে দেহ মোর....

ওরে মন কথা শোন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
You, big-minded, disobedient, Who said to you? To get to the peak, who told you? Ice plate deposited in Atlanta To wet, tell who the ball said to you The highest peak of the highest peak of rose peas To put ........ Nobody said, yet why are you repeatedly Giri - horn - runs through waves I want to go to him! You fool, fools ... do not understand, At the top of the feeling the heart beat Not easy, why do not you want to understand Atlanta? The rustle will ruin you! You know, the stones do not blossom, Yet why is it like a mountain climber? Want to run! False criticism, you still get the path, Memories are strained, How long will I feed in the inner house of thoughts, Forget that, listen to the mind ... .. What is the need for wildfire wildfire! Do not listen, do not talk, wait Leave the body more ............

নেতাজীর জীবনী বিষয়ক এনিমেশন Video : কবিতার অবসর এ আরিফুল

ছবি

দুটো জোনাকি ধার দিতে পার ! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
Feeling in the interior of the mind  Lying heart! Seeing the dreams of poisonous people  One day you will understand that day  Who was I? Maybe it's late, Maybe the other two hearts  Together, Paradise will be composed,  It's not wrong; all flowers are what  Get place in flowering? The black hole that spreads, again  So the stroller is fodder! Worried mind wounds, Lying on the floor; Flood ....... Today he is despised, day-by-day  Today he is in the limelight sunshine  Do not think, the thinkers of ideas are deliberate  Thinking! The heart of the sickness is gradual  Increase pressure ........ What can be thought of in this way! Lying on the floor in the inner room  An unhealthy heart, or a complaint  No brochure with the police station, Meetings and did not meet, Not to mention a voluntary organization, The sign of acceptance of the sign! So wailing all aroun...

আমি নির্জনতা ভালবাসি - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হাজার লোকের মাঝেও মাঝে মাঝে একলা হয়ে পড়ি ,হাজার কথার মাঝেও নিজেকে হারিয়ে ফেলি..... হাজার কাজের মাঝেও দিনান্তে অশান্ত মনে শান্তি খুঁজি ,হাজার কোলাহল টানে না আর , তাই মনমরা হয়ে থাকি..... সমাজ , সংসার , আলেয়ার আলো..... বড় বেমানান আমি..... আমি যে নির্জনতা বড় ভালবাসি ।

ভালবাসি - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তোমাকে ভালবাসি হয়ত তুমি যার পথ চেয়ে থাক তার চেয়ে বেশি । তোমাকে ভালবাসি হয়ত নিজের থেকেও বেশি ;তোমাকে ভালবাসি হয়ত কবিতার থেকেও বেশি । তোমাকে ভালবাসি তাই হয়ত আজও হারিয়ে যায়নি ,তোমাকে ভালবাসি তাই  হয়ত আজও শব্দরা দেয়নি ফাঁকি । তোমাকে ভালবাসি.......

কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে ,গতি বাড়িয়েছি সামনেই তেচাকা যন্তদানব উঠতে যেতেই মুখোমুখি ফেলে আসা অতীত । অপর সময় হলে হয়ত হাঁটতাম যে যার নিজের পথে ,আকস্মিক তাই পাশাপাশি বসা ,দু পাশে দুই অচেনা ,মাঝে আমরা , হয়ত একদিন ভাল ভাবে চিনতাম ,কতবার কবিতার রূপকল্প হয়ে উঠেছে ওর মুখটা । আজ পাশের অচেনাদের মত সহ্স্র মিলিয়ন দুরত্ব , নিয়তি আকস্মিক দুজনকে পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি হাসছে ! অসস্তি ,একটা গুমোট বাতাস দমবন্ধ করতে চাইছে । হালকা হওয়ার চেষ্টা ,যেন কিছুই হয়নি এরূপ কিছু জিজ্ঞসা ! আলাপন নিয়ে অহেতুক নাড়াচাড়া ,চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা , বার দুয়েক অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ ,স্মৃতিরা শ্রাবণবরিষণ হয়ে হৃদি চিমনির উস্ম ধোঁয়াকে শীতলতার প্রলেপ দিতেই বুঝলাম একটা কবিতার জন্ম ...