ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার । একলাই নাকি ? কবির এরুপ বক্তব্যের কারণ কী ? আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি
জার্মান সাহিত্য সাধক বেটোল্ট ব্রেখ্ট তাঁর ' পড়তে জানে এমন এক ময়ূরের প্রশ্ন ' কবিতায় প্রচলিত ইতিহাস ধারার বিপক্ষে বেশ কয়েকটি যৌক্তিতাপূর্ন প্রশ্ন উপস্থাপন করেছেন । সেই প্রশ্নবলির মধ্যে একটিতে এসেছে মহাবীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রসঙ্গ । ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত আছে আলেকজান্ডারের নাম । গ্রীক দেশের ম্যাসিডনের এই কিংবদন্তি শাসক প্রায় অর্ধ পৃথিবীকে স্ব সাম্রাজ্য ভুক্ত করে নিয়েছিলেন । এই দিগ্বিজয়ের স্বপ্নেই বিভোর হয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন । কবির প্রশ্ন ঠিক এইখানেই । দিগ্বিজয়ের যে মহান গাঁথা আলেকজান্ডারের শরীরে লেফটে আছে তার স্পর্শ কেন পেলেন না অন্যান্য সৈন্য সামন্তবর্গ ? ইতিহাসের এই যৌক্তিক সমাহার কবি মানতে পারেন না । তাই নব্য ইতিহাস চর্চার পক্ষে তিনি কলম চালিয়েছেন । আসলে প্রচলিত যে ইতিহাসের চর্চা আমরা করি , তা ইতিহাসের আসল গল্প নয় । জীবনের যে গল্প গুলো ইতিহাসের আসল সম্পদ , সেগুলো ইতিহাসে জায়গা করে নিতে পারেনি , কখনও । তাই আলেকজান্ডারের মহান বিজয় গাঁথা যে গল্পে মুখরিত হয় ইতিহাসের পাতা , কবি মতে তা অনেকটাই একপেশে , কেননা , তরুণ আলেকজান্ডার কী একাই ভারত জয় করেছি...