পোস্টগুলি

তুই আমি আর একগুচ্ছ নির্জনতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তোকে পেতে চাই , একান্ত নিজের করে দেহ - মন সহ আস্ত মানুষ রূপে । তোকে উজাড় করে দিতে চাই , নিজেকে নিংড়ে শেষ রসটুকু পর্যন্ত । তোর সঙ্গে কাটাতে কাটাতে চাই একটু ক্লান্ত সময় ,মর্ত্য পৃথিবী হতে বহুদুরে........ তুই আমি আর একগুচ্ছ নির্জনতা !

মৃত্যু মিছিলে চাপা কান্না - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
 যন্ত্রনার কালিমাখা সময়ে   গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয়  শতাব্দীর যুগ যন্তনা    অসহ দহন আর জাতপাতের খেলা ।  ৈবকালী সূর্যের রক্তিম আভা    আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে    চাপা পড়ে মানবতা !

ঈদ মোবারক

ছবি
                            নোঙর Web Magazine এর পক্ষ হতে সবাইকে                             পবিত্র ঈদ মোবারক ।নোঙরের পক্ষে                                                   সম্পাদক আরিফুল ইসলাম সাহাজি ।                রমজানের ঐ রোজার                শেষে এলো খুশির ঈদ                                    ঈদ মোবারক 

কল্পনার সীমানা পার - নাসিরুদ্দিন

আকাশ যেথা লুটিয়ে পড়ে, খোলা মাঠের শেষে। মন ছুটে যায় অমন কোথাও, অজানা কোন দেশে। যেখানেতে সাগর শেষে, সূর্য ডোবে একা। অমন কোথাও স্বপ্ন যোগে, নীলপরী সাথে দেখা। যেখানেতে রাতের শেষে, সূর্য মারে উকি। অমন কোথাও নুপুর বাজায়, হাপ হারা কোন খুকি। যেখানেতে মরুর মাঝে, দৃষ্টি মানে হার। রুপসী কোন বধুর সাথে, মিল দেওয়া খুব ভার। যেখানেতে কল্পনাটা, মরীচিকায় শেষ। সেথাও আমি দিব‍্যি দেখি, আলসে মেয়ের কেশ। কল্পনা আর বাস্তবেতে, যেথায় করে খেলা। সেথায় কলম যেতে চাই বসায় ছড়ার মেলা

ক্রমশ.... : আরিফুল ইসলাম সাহাজি

ছবি
যুগযন্তনা.... কিছুতেই মেরুদন্ড সোজা করতে পারছি না ! .. .. ক্রমশ হতাশা বাড়ছে চেনা পৃথিবীটা চোখের সামনে অচেনা হয়ে যাচ্ছে !

কষ্টের ফেরিওয়ালা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিষন্নতা ,আকণ্ঠ নিমজ্জিত হৃদয়ের গভীরে কষ্টের পাহাড় ছোট বড় - চাঁই চাঁই কষ্ট...... কষ্ট চাই আপনার ? কষ্ট ফেরি করি আমি ঋতুস্রাব এই ধরায় !

হায়রে মানবজীবন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অপকর্ষতার কাদামাটিতে                     মানুষিক ভাবে এখন আমার অবস্থান , হৃদয়ের মাঝে                    হুঙ্কার দিচ্ছে এক রাক্ষুসে নদী ! বুকের রক্ত অশ্রুকণা হয়ে                     ভিজিয়ে দিতে চাইছে দেহনদীকে , হায়রে মানবজীবন                    নিজের তরে কতদিন থাকবি তুই মজে !