আজকাল ঘুম আসে না আমার - আরিফুল ইসলাম সাহাজি
ঘোড়ামাড়ির মাঠ ,দুর দূরান্তে একটিও লোক নেই ধুনুচি জ্বালিয়েছি একটা , অনন্ত আকাশে একফালি চাঁদ উঠেছে বেশ , বাঁশঝাড়ে রাতচড়া পাখিরা ডাকছে এখন , আজ আর ঘুম আসবে না ! আজকাল আর ঘুম আসে না , বৃদ্ধ বাবা মার মত ছটফট করি একটু ঘুমাবার জন্য , চোখের পাপড়ি দুটি জোড়া লাগলেই আঁতকে উঠি ,সহস্র হাত আমায় জড়িয়ে ধরে , ঘুম ভেঙে যায় আমার ..... অসুস্থ আমি , উন্মাদ -বদ্ধপাগল হিজিবিজি দাগ কাটি , নিজের মাথাটা বাড়িয়ে দিই , হাত বুলিয়ে দেয় ওরা ..... তোমার ওই লুটন্ত কালো চুলের কয়েকগাছি ধার দেবে আমায় সুড়সুড়ি দিতাম ওদের গায় !