ঝড়ের পরে বৃষ্টি এলে দারুণ লাগে ভালো । বিদ্যুত বাতি বিদায় নিলে , মোমের বাতি জ্বালো । তার পরেতে বইটি খুলে , লাগাও তাতে মন । একটি বারও মনের ভুলে , চালিও নাকো ফোন । মেঘের গর্জনেতে তুমি , ভয় যদি না পাও । সামনে বইয়ের পাতা খুলে , ছোলা মুড়ি খাও । নাইবা পেলে দেখতে তুমি , ঝমঝমা বৃষ্টি । বিদ্যুতেরও ঝলকানিতে , হারবে দৃষ্টি । থাকনা পড়ে ঝড়বৃষ্টি , থাকনা মোমের আলো । দেখবে তুমি দারুণ হবে , যদি আমার বাসো ভালো । (জ্যোতি)