মুসলিম উম্মাহর আসল সংকট , পর্যালোচনায় আরিফুল ইসলাম সাহাজি
' ইসলাম বিপন্ন ' কথাটি আপনি অনেকবার শুনেছেন । সোশ্যাল মিডিয়ায় মুসলিম নিপীড়নের অনেক ভিডিও দেখেছেন । সর্বত্রই মুসলিমদের আড়চোখে দেখা হচ্ছে । এককথায় , এক বিরাট সংকট তৈরি হয়েছে এবং হচ্ছে । মুসলিম উম্মাহর এ সংকটের আসল কারন কি ? বিশ্বজনসংখ্যার নিরিখে ইসলাম সংখ্যালঘু নয় , বরং সংখ্যাগুরু দ্বিতীয় বৃহত্তর মতাদর্শ (১৫৭কোটি , শতাংশ হারে ২৩%)। আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যে ইসলাম বৃহত্তর ধর্ম হিসাবে উঠে আসবে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে । হা , ইসলামের হীনদুর্বলতা অবশ্যই একটি কারন , অন্য একটি কারন ইসলামকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না । ফলত , ইসলামকে না জেনেই অনেকে বিরূপ সমালোচনা ও আচরন করছেন । O.I.C(অগানাইজেশন অব ইসলামিক কনফেরেন্স )৫৭ টি রাস্ট্রের সংঘটন , যার ৪৫টি মুসলিম প্রধানরাস্ট্র । সেদিক থেকে বিচার করলে সম্পদ ও শক্তিতে মুসলিমরা খুব দুর্বল নয় । তরল সোনা খনিজ তেলের সিংহভাগটাই মধ্যপ্রাচ্যর ভূগর্ভে সঞ্চিত ।হীনবলতা রয়েছে মনন আর মজ্জায় , তাই বার্মা থেকে ফিলিস্তিনে গনহত্যার পরও মুসলিম উম্মাহ এক প্রকার নীস্চুপ । পৃথিবীর যেকোন প্রান্তে কোন ইহুদির সংকট , ইজরাইলের ব্যক্তিগত সংকট । ...