পোস্টগুলি

কাজী নজরুল ইসলাম - দ্বীপান্তরের বন্দিনী | online mock test

ছবি
৬১ . অত্যাচারিত হয়েও বলা যায় না ।          ক . অত্যাচার          খ . অন্যায়          গ . অবিচার  উ . ক ৬২ . মুক্ত ভারতী ভারতে আছেন কীনা এ বিষয়ে কবি কি উল্লেখ করেছেন ?         ক . নেই        খ . আছে        গ . কবি জানেন না  উ . ক ৬৩ . পুণ্যবেদির শূন্য ভেদ করে কি উঠছে বলে কবি উল্লেখ করেছেন ?          ক . উল্লাস          খ . হাসি          গ . ক্রন্দন  উ . গ ৬৪ . শৌখিন পূজা কিসে ফুঁ দিচ্ছে ?         ক . উনুনে        খ . কৃষ্ণের বাঁশিতে        গ . দেবীর শঙ্খে উ . গ ৬৫ . বাণীর রক্ষী কারা বলে কবি উল্লেখ করেছেন ?          ক . বীর ছেলেরা          খ . বৃদ্ধরা        ...

দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম | Online Mock Test - 5

ছবি
৪৬ .কবি রুপোর কাঠি শব্দবন্ধের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন ?         ক . ইংরেজ শক্তির ভয়ঙ্করতা         খ . ভারতীয়দের কাপুরুষতা         গ . ভারতের মুক্তিকামি তারুণ্য শক্তির                        প্রতীক  উ . গ ৪৭ .  কার পুণ্যবেদী শূন্য বলে কবি মনে করেন ?        ক . বীণার দেবীর        খ . ধনের দেবীর        গ . বৃষ্টির দেবীর  উ . ক ৪৮ . সন্তান সংঘের পক্ষে কোন পূজার আয়োজন করে কবিকে আমন্ত্রণ করেছিলেন ?         ক . দুর্গা         খ . স্বরস্বতী         গ . অন্নপূর্ণা  উ . খ  ৪৯ . দ্বীপান্তরের ঘানিতে কি লেগেছে বলে কবি উল্লেখ করা হয়েছে ?           ক . যুগান্তরের ঘূর্ণিপাক           খ . তেপান্তরে...

দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম | online Mock Test - 2

ছবি
৩২ .ধর্মরাজ কে ?       ক . কৃষ্ণ      খ . যুধিষ্ঠির     গ . শিব  উ . খ  ৩৩ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?        ক . খোয়াব নামা       খ . বনলতা সেন       গ . ফনিমনসা  উ . গ ৩৪ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি সন্তান সংঘের পূজার অনুষ্টানে কবি পাঠ করেছিলেন । কোন পূজা ছিল ?         ক . স্বরস্বতী         খ . দুর্গা        গ . মনসা  উ . ক ৩৫ . মার কত দিন দ্বীপান্তর ? দ্বীপান্তর বলতে কোন দ্বীপকে বোঝানো হয়েছে ?         ক . লক্ষাদ্বীপ         গ . সিংহল          ঘ . আন্দামান  উ .ঘ  ৩৬ .পুণ্যবেদির শূন্যে ধ্বনিল ক্রন্দন ---------        ক . দুই শত বছর         খ .  দেড় ...

দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম | online mock test - 3

ছবি
১৬ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি কাজী প্রথম কোথায় পাঠ করেছিলেন ?         ক . জন্মদিনের অনুষ্টানে        খ . অসহযোগ আন্দোলনের সময়       গ . সন্তান সংঘের স্বরস্বতী পূজায় উ . গ ১৭ . কার পুণ্যবেদি শূন্য বলে কবির মনে হয়েছে ?         ক . বীণার দেবীর        খ . ভারতমাতার       গ . বিধাতার  উ . ক ১৮ . কোন শক্তির দেড়শ বছরের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন  কবি ?       ক . ফরাসী       খ . জার্মান       গ . ইংরেজ  উ . গ ১৯ . দ্বীপান্তর শব্দের অর্থ কী ?        ক . অন্য দ্বীপ       খ . নির্বাসন       গ . দ্বীপের বাইরে  উ . ক ২০ . বেদী কি ?        ক . যুদ্ধের মঞ্চ        খ . সংস্কৃতিক মঞ্চ        গ . প...

দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম। Online Mock Test

ছবি
                 ১ . দ্বীপান্তরের বন্দিনী কবিতার কবি কে ?          ক . কাজী নজরুল ইসলাম         খ . রবীন্দ্রনাথ ঠাকুর          গ . মোহিতলাল মজুমদার  উ . ক ২ . কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে ?            ক . ১৮৯০           খ . ১৮৯৯          গ . ১৯০৩ উ . খ  ৩ . কাজী নজরুল ইসলামের বাবা ছিলেন ?       ক . কাজী ফকির আহমেদ       খ . কাজী আনন্দ বাগচী      গ . কাজী সফিক আহমেদ  উ . ক ৪ . কাজী নজরুল ইসলামকে বাল্যকালে কী নামে ডাকা হত ?         ক . নুরুমিয়া         খ . দুখু মিয়া        গ . চান্দু মিয়া  উ . খ  ৫ . পিতা মারা যাবার সময় নজরুলের বয়স কত ছিল ?    ...

বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো - গাবরিয়েল গার্সিয়া মার্কেজ । Online Mock Test

ছবি
        সঠিক বিকল্পটি বেছে নাও । প্রতিটা প্রশ্নের মান :১ ১ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির লেখক কে ?     ক . আর . কে . নারায়ণ    খ . সুগত বসু   গ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ উ . গ ২ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির অনুবাদক কে ?      ক . অমিতাভ রায়      খ . মানবেন্দ্র বন্দোপাধ্যায়      গ . দুলাল রায়  উ . খ  ৩ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কোন দেশের মানুষ ?     ক . চিলি     খ .আমেরিকা    গ . কলম্বিয়া     উ . গ ৪ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কত সালে জন্মগ্রহন করেন ?     ক . ১৯৪৫   খ . ১৯২৭   গ .১৯২২  উ . খ  ৫ . বৃষ্টি কয়দিনে পড়েছিল ?      ক . দুই     খ . তিন     গ . চার  উ . খ  ৬ . কোন প্রাণীকে সমুদ্রে ফেলে আসতে হয়েছিল ?...

ভাষা কি ? একটি অন্ত:মূল্যায়ন । আলোচক বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি

ছবি
         আমাদের মনের গভীরে অব্যক্ত সুখের নুড়ি পাথর , উত্তাল তরঙ্গ কিম্বা দুঃখের এভারেস্ট বা ক্রোধ প্রভৃতি হাজার মনইচ্ছা আমরা বিভিন্ন উপায়ে অন্যের কাছে প্রকাশ করতে সচেষ্ট হয় । কান্নার মধ্যে অবোধ শিশু জানান দেয় তাঁর উপস্থিতি । আবার ইশারা ইঙ্গিতে বাকরহিত বোবা তার হৃদয়ে জমানো ভাবস্রোতকে গতিশীল করতে চাই । আবার মনোলোকের হাজার ওঠানামা তুলির টানে মূর্ত করাই শিল্পীর অতন্দ্র সাধনা । আমরা মানুষ হিয়ার মাঝে অব্যক্ত আটলান্টা স্রোতকে কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ করে থাকি , এই কথাবার্তার নাম ভাষা ।  অর্থাৎ ভাষা হল মূলত মানুষের বাগযন্ত্র দ্বারা উচ্চারিত ধ্বনি সমষ্টি (অর্থবহ ধ্বনি সমষ্টি ) , যার সাহায্যে এক মানুষ অন্য মানুষের সঙ্গে মনের ভাব বিনিময় করতে পারে । প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন , মানুষ ছাড়াও বিশেষ কিছু প্রাণী আছে যারা প্রশিক্ষণের মধ্য দিয়ে অর্থবহ ধ্বনি কিন্তু উচ্চারণ করতে পারে ।  ভাষার একটি সুনিদ্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ ডেফিনেশন দিতে গিয়ে একাধিক বিদগ্ধ ভাষাবিদ নিজেদের মত করে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন । তবে আমরা মূলত দুইজন অত্যন্ত শ্রদ্ধেয় ভাষা...