পোস্টগুলি

তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুমি ছিলে তাই মেঘান্তরালে হারিয়ে  যায়নি মিলনরসের  বর্ণমালা ;তুমি ছিলে  তাই মৃত্যুকালেও  জাগে বাঁচতে হৃদয়ের  এলবাম । তুমি ছিলে তাই  কবি পারেন সপ্নতরী  বেয়ে দুঃখের সাগরনীরে  ভাললাগার মুক্তবন্দরে  জাহাজ ভিড়াতে ;তুমি  ছিলে তাই জীবনপথে  ক্লান্ত পথিক আশ্রয়ের  খোঁজ করে । তুমি ছিলে তাই কৃষক  ফসল ফলায় মাঠে ; তুমি ছিলে তাই জীবনের  গোধূলিতেও অশক্ত হাতে  রবিঠাকুর লিখতে পারেন , তুমি ছিলে তাই বীর বিপ্লবী  সূর্যসেন হাসিমুখে পড়তে পারেন ফাঁসির  দড়ি গলাতে । তুমি ছিলে তাই  রাতের মৌনতা কাটিয়ে  নিশিপদ্ম ফোটে ; তুমি  ছিলে তাই গুরু পারেন শিষ্যের  পীড়িত হৃদয়ে জালতে  জাগরণমন্ত্র । তুমি ছিলে তাই...

তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তর মন্দির প্রাঙ্গণে জমে ওঠা কঙ্কালসার নিস্তব্দ সময়কে সযত্নে পাশ কাটিয়ে তোমাকে দিলাম আগামীর সহস্র বেড়া ভাঙ্গা মুক্তির সোনালী বুদ বুদ । ছলনার অন্তরালে লুকিয়ে থাকা ,কালগর্ভে নির্বাসিত গণকবরে চাপা পড়া মানবতা কে রঙ্গিন কাগজে মুড়ে তোমাকে দিলাম । শরীরের স্বাদ নয় ,চুম্বনের উন্মুক্ততা নয় ,শারীরিক মিলনের উষ্ণতা নয় , তোমাকে দিলাম হৃদয়ের অন্তহীন ভালবাসা আর  হাজারো শতাব্দীর সমস্ত গোলাপ এক জায়গায় জোগাড় করে তার সুবাস তোমাকে দিলাম ।

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

আশার গান গাও - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হিয়ার গহীন বনে লাগলে মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ , চেতনাও স্তব্দ ,কখনো হয় নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি কখনো কখনো তার অন্যটা হয় , না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন হারানোর কষ্ট প্রবল জোরে টোকা মারে মন মসজিদের দ্বারে - আর তখনই ভাবনার জগতে আলোড়ন ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে ! কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে ! কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে তার গতিপথকে ? যে পারে সে সাধারন কেউ নয় , কেননা জীবনমানে হিয়ার গভীরে বিজন অরণ্য নয় ,জীবন হল দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে সুখের খোঁজে ছোটা ।

অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
              সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা , সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার ভাবনার রং তুলি শুকিয়ে গেছে , যেকোন সময় ঝরে পড়বে হয়ত সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে যেতে পারব না তাই তোমার কাছে । সুখ ,তুমি না থাকলেও বেশ আছি ! সময়ও কাটছে নিজের মতো করে , তবে মনের সাথে যে যুদ্ধ তাতে নিয়মিত যাচ্ছি হেরে । সুখ ,তোমার অভাব মিটছে আজ হতাশার অলিগলিতে , বেশ আছি আজ ,কর্মহীনতার কাফনে জড়ানো জীবন্তলাশ হয়ে !

কবিতা বিষয়ক আলোচনা ;আজকের আলোচ্য কবিতা আফ্রিকা :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুরের অসংখ্য অনবদ্য কবিতারাজির মধ্যে একটি সস্বরণীয় কবিতা আমদের আলোচ্য আফ্রিকা নামক কবিতাটি - যেখানে ঋষিকবি রবীন্দ্রাথ আফ্রিকা সম্পকে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছন । আফ্রিকা অনন্যা মহাদেশ থেকে চারিত্রিক ভাবে পৃথক ও স্বতন্ত্র ।কবির মতে সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিপর্বে অধৈর্য হয়ে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আলাদা করে সৃষ্টি করেছন আফ্রিকাকে ।বিশ্বকবি রবীন্দ্রাথ তাঁর স্বভাবজাত ভঙ্গিমায় একটি নিতান্ত ভৌগলিক ঘটনাকে শিল্পীর তুলিতে অসাধারনত দান করেছন ।ভূবিদ গণের মতে সুপ্রাচীনকালে পৃথিবীর পূর্বাঞ্চল ছিল আফ্রিকার ভূখণ্ড ।কিন্তু পরবতী কালে বিভিন্ন প্রাকৃতিক কারনে তা মূলভূখণ্ড থেকে পৃথক হয়ে সম্পূর্ণ আলাদা একটা মহাদেশে পরিনত হয়েছে ।কবি কল্পনায় তারপর তাকে বন্দী...

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।