পোস্টগুলি

চলছে 'অনুভূতির কথায়' পত্রিকার ফেসবুক লাইভ 'অনুভবে।

ছবি
নিজস্ব প্রতিনিধি । ৩০ এপ্রিল থেকে রোজ ভারতীয় সময় রাত ৮ট থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুর, বাংলাদেশ, অমেরিকা থেকে গুণীজনেরা লাইভে আসছেন 'অনুভূতার কথায়' পত্রিকার ফেসবুক পেইজে। রাত ৮টা থেকে সরাসরি লাইভ দেখা যচ্ছে https://www.facebook.com/anuvutirkathaiPatrika  পেইজে। এক এক দিন এক একজন শিল্পী বা সাহিত্য সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব লাইভে তাদের একক অনুষ্ঠান চালাচ্ছেন। লকডাইনের ফলে সাহিত্য-সংস্কৃতির সব অনুষ্ঠান‌ই বন্ধ তাই গৃহবন্দি থেকে সেই চর্চা বা অনুষ্ঠান চালিয়ে রাখতেই এই 'ফেসবুক লাইভ - অনুভবে' অনুষ্ঠনের পরিকল্পনা নিয়েছে মুর্শিদাবাদের কৃষ্টিগত সাময়িকী 'অনুভূতির কথায়', (BBSA/GM/029/2019)। পত্রিকার সম্পাদক ও পেইজের এডমিন হামিম হোসেন মণ্ডল জানান, কবি ঋক তান দাদার প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর সহযোগীতায় এই লাইভ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে 'অনুভূতির কথায়'। উত্তম মন ও মানসিকতার কবি, সাহাত্যিক, বচিক শিল্পী ও সংগীত শিল্পী মুক্ত মনে এই লাইভে একক ভাবে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এমন কিছু বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা ফেসবুক লাইভে এই প্রথম পদার্পণ করলেন 'অনুভূতির ক...

রাত গভীর এখন । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
কবিতায় বেঁধেছি সব  জীবন গল্প  আর পাঁচজনের মত  দিনের শেষে  হাই তুলে ঘুমাতে  পারিনে  বিপদ শরীর ঘেঁষা  হলেও অন্যরা  এড়িয়ে যায়  মনে করে ভুগবে ওঁরা  আমাদের দিন কেটে  যাবে বেশ  অক্লেশে  সাধারণ মানুষগুলোর   এক একাধিক  ভাগ , কেউ হিন্দু শিখ  খ্রিষ্টান মুসলমান  কেউ কেবল মানুষ নন  সবার দুখে মন  কান্দে না সবার  মন খারাপেরও একটা  গন্ডি আছে  সেই গন্ডি পেরোলেই  মন কেমন করে  ব্যস্ত জীবনে কে হাসলো  কাঁদল তাতে কার কী  যায় আসে  কে হারালো ঘর  কে হারালো দেশ  তাতে ক্ষতি কার ?  হায় রে , বাঙালি বুঝিস না  কে তোর আপন , আর কে তোর পর ?  চোখ খুলে দেখ , তোর ঘর  আঙিনায় নেমেছে আঁধার .....

প্রয়াত অভিনেতা ইরফান খান । শোকে বিহ্বল পুরো দেশ ।

ছবি
গত কয়েকবছর ধরেই গুরুত্বপূর্ণ মৌলিক চিন্তনজাত পরিআবহিক সমৃদ্ধি পথ পরিত্যাগ করে আমরা ভারতীয়রা হিন্দু মুসলমান খেলছি । অন্ততঃ করোনার আবির্ভাব মুহূর্তের পূর্ব পর্যন্ত তো এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিলেন অনেকেই । প্রতিবেশিকে অচেনা লাগতে শুরু করেছিল । জন্মের পর যাদের আশ্রয় ও প্রশ্রয় পেয়ে আমাদের বেড়ে ওঠা সেই মানুষগুলোই কেমন যেন পাল্টে পাল্টে যাচ্ছিল । নেপথ্যে দায়িত্ব অর্পিত নেতারা দায়িত্বহীন দিক নির্দেশনা ।  আজ একটু আগে মহান অভিনেতা এবং অসম্ভব ভালো মনের ও প্রিয় মানুষ ইরফান খান প্রয়াত হয়েছেন । নিঃসন্দেহে পুরো বিশ্বব্যাপি এটা এক শোক সংবাদ । ভারতবাসীর কাছে এ এক অপূরণীয় ক্ষতি । ইরফান খান নিঃসন্দেহে অসম্ভব দক্ষ অভিনেতা । সোসাল মিডিয়ায় পর্দায় পর্দায় তাই নেমেছে শোক আবহ । দেখতে ভীষণ ভালো লাগলো , তিনি এক বিশেষ ধর্মের মানুষ বলে শুধুমাত্র বিশেষ ধর্মের মানুষ শোক জ্ঞাপন করছেন তা কিন্তু নয় । পুরো ১৩০ কোটি মানুষ তাঁর প্রয়াণে কষ্ট পেয়েছেন । এই তো ভারতবর্ষ , ধর্ম পরে , কর্মটাই সবার আগে হোক এমনি প্রতিক্ষেত্রে । 

ভারতে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে , দাবি মার্কিন সংস্থার ।

ছবি
নোঙর আপডেট ।  ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউ এস সি আই আর এফ) এক মার্কিন সংস্থা । বিশ্বব্যপী ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারির দায়িত্ব এদের উপর অর্পিত । সম্প্রতি , এদের প্রকাশিত রিপোর্টে ভারতকে এক সমস্যার দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে । ভারত সহ আরও ১৩টি দেশকে তাঁরা এই তকমা দিয়েছেন ।  দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন এবং দেশের বিভিন্ন প্রান্তে গণধোলাই দিয়ে নরহত্যা বিষয়গুলো নজরে রেখে তাঁরা তাদের সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছেন , ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমানভাবে অত্যাচার বেড়েছে । এই সংস্থা গত বছর তাদের রিপোর্টে উল্লেখ করেছিল , সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে , ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য বিভিন্ন বিধি পেশ করছে সরকার । যদিও ওই সংস্থার রিপোর্ট মিথ্যাচারমূলক বলে খারিজ করেছে নয়াদিল্লি ।   বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারতের বিরুদ্ধে প্রবণতাযুক্ত মন্তব্য নতুন নয়। তবে, এক্ষেত্রে মিথ্যে বিবরণের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।

নজরুল চর্চা কেন্দ্রের উদ্দোগে আয়োজিত হচ্ছে অনলাইন রবীন্দ্রউৎসব । জানুন বিস্তারিত ।

ছবি
বারাসাত নজরুল চর্চা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার এক বিশেষ সাংস্কৃতিক সংগঠন । সারা বৎসর ব্যাপি তাঁরা বিভিন্ন আস্বাদমূলক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে থাকেন । মূলত নজরুল তাঁদের চিন্তার ভরকেন্দ্রে থাকলেও অন্যান্য মনীষীদের নিয়েও তাঁদের বিস্তর আগ্রহ । নজরুল চর্চা কেন্দ্রের পুরোধা পুরুষ অধ্যাপক ড . শেখ কামালউদ্দিন এবং তাঁর সহযোদ্ধাদের উদ্দোগে ২৫ বৈশাখ মনীষী ঋষি রবীন্দ্রনাথের জন্মক্ষণ পালন উপলক্ষে এক অনলাইন রবীন্দ্রউৎসবের আয়োজন করা হয়েছে । কিভাবে যোগ দেবেন , নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল । রবীন্দ্র সঙ্গীত , রবীন্দ্র আবৃত্তি , রবীন্দ্র নৃত্য থাকছে । কোন নিবন্ধন ফ্রি থাকছে না । যিনি অংশগ্রহণ করবেন তিনি সযত্নে ভিডিও ধারণ করে প্রেরণ করবেন এই নম্বরে । +91 92314 88669 এবং তার সঙ্গে অবশ্যই লিখবেন , আপনার নাম ঠিকানা জন্ম তারিখ এবং ফোন নম্বর লেখা পাঠানো যাবে তারিখ 29 এপ্রিল, 2020 বুধবার রাত পর্যন্ত

রোজা রেখেই হিন্দু ভাইবোনদের খাওয়ার ব্যবস্থা করছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্যরা ।

ছবি
পবিত্র মাহে রোমজান শুরু হয়েছে , মুসলমানরা সারাদিন রোজা রেখে সন্ধ্যা বেলা অন্ন গ্রহণ করবেন , এমন বিধান ইসলামী রীতিতে । অথচ রোমজান শুরুর আগেই আল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামের এই সংঘটনটি হাতে নিয়েছে এক মহতী প্রকল্প । প্রকল্পটির নামকরণ করা হয়েছে ক্ষুধা প্রকল্প । প্রায় কমবেশি কুড়িটি গ্রামে খুলেছে নঙ্গরখানা যেখানে প্রতিদিন দুইশত থেকে আড়াই শত মানুষকে খাওনোর ব্যবস্থা করেছেন সংঘটনটির কর্ণধার আব্দুল মাতিন ।  এদিকে মাহে রোমজান আরম্ভ হয়েছে , মুসলমানদের দিনে খাওয়া বন্ধ । তবুও , সম্প্রীতির অনন্য নজির রাখলেন মৌলানা আব্দুল মাতিন । তিনি ক্ষুধা প্রকল্প বন্ধ করলেন না , রোমজান মাসে দিনের বেলায় হিন্দু ভাই মা বোনদের খাওয়ার ব্যবস্থা জারি রাখলেন । নয়ন জুড়িয়ে যাওয়ার মত ঘটনা । রোজা রেখেই হিন্দু ভাইবোনদের তদারকি করে খাওয়াচ্ছে মুসলিম রোজাদার ভাইরা । দিল্লির দাঙ্গার পর যখন কপিল শর্মারা শুধুমাত্র হিন্দুদের ত্রাণের ব্যবস্থা করে , সেখানে রোমজান মাসে নিজেদের অর্থে হিন্দু সম্প্রদায়ের মানুষদের খাওয়ার ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করলো মৌলানা মাতিনের সংঘটন আল ইন্ডিয়া সুন্নাতুল জামাত । 

বারাসাতে এক সপ্তাহে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি । একজনের মৃত্যু হয়েছে , অন্যজন বাঁচার জন্য লড়ছেন ।

ছবি
গত সপ্তাহে হৃদরোগে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক প্রৌঢ়ার। বারাসতের ওই বাসিন্দা হৃদযন্ত্রের সমস্যা ছিল । তাঁর স্বজন পরিজনরা তাঁকে  রুবি মোড়ের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন , মৃত বৃদ্ধা করোনা  পজিটিভ ছিলেন ওই । মৃত্যুর পর তাঁর সংস্পর্শে  আসা মেয়ে, জামাই, এক পরিচারিকা -সহ বাকি আত্মীয়দের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে সূত্রের  বলে খবর। এক সপ্তাহের অতিক্রান্ত হয়নি । এদিন অশোকনগরে ধরা পড়ল আরও এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ । ওই ব্যক্তির বাড়ি হাবড়া দুই নম্বর পঞ্চায়েতের কুটিয়া গ্রামে । কেন্দ্র সরকারে অস্থায়ী কর্মচারী ওই ব্যক্তি গত চারদিন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন । তাঁর রিপোর্ট পজিটিভ আসায় ডাক্তার এবং সেবাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ওই ব্যক্তিকে বারাসাত করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সংসদ অশোকনগর বাসিকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন ।